শিরোনাম
মৌলভীবাজার, ১৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : মৌলভীবাজার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
দুর্লভপুর এলাকায় সিএনজি ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকভাবে (এই রিপোর্ট লেখা পর্যন্ত) হতাহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার মডেল থানার ওসি কে.এম নজরুল জানান, দূপুর পৌনে ১টার দিকে সিএনজি ও মিনি বাস মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়। এ সময়
সিএনজি অটো রিক্সায় চালক ও এক শিশুসহ মোট ৮ জন যাত্রী ছিল। এদের মধ্যে সিএনজি চালক ও এক যাত্রী নিহত হন। সিএনজির বাকী ৫ যাত্রী আহত হলেও একমাত্র শিশুটি অক্ষত ছিল।