বাসস
  ২০ জানুয়ারি ২০২৪, ১২:১৫

মেহেরপুরে চাহিদার কারণে দাম বেড়েছে গরম কাপড়ের

মেহেরপুর, ২০ জানুয়ারি, ২০২৪ (বাসস) : বৃহস্পতিবার বৃষ্টির পর চাহিদা বৃদ্ধির কারণে পুরাতন গরম কাপড়েরও দাম বেড়েছে। মেহেরপুরে মাঘের ঠান্ডায় জনজীবন কাহিল হয়ে পড়েছে । বৃহস্পতিবার ভোর রাতে বৃষ্টির পর কনকনে ঠান্ডায় জড়িয়ে যাচ্ছে নি¤œআয়ের মানুষ। গত সাতদিন মেহেরপুরের আকাশে সুর্যের দেখা মেলেনি। উত্তরীয় হিমেল হাওয়ায় বেশী কস্ট পাচ্ছে ফাঁকা মাঠে সরকারিভাবে গড়া জেলার গুচ্ছগ্রাম, মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র, ভূমিহীন পাড়াগুলোর মানুষ। শীতের পোশাক কিনতে বিপণী বিতানগুলোতে উপচে পড়া ভিড়। গার্মেন্টস দোকানের চেয়ে খোলা বাজারে পুরাতন পোশক কিনতে ভিড় বেশি। মেহেরপুর পৌর পশু হাট, মুজিবনগরের কেদারগঞ্জ বাজারের সামনে, গাংনী শহরের বাসস্ট্যান্ডে এবং বামুন্দি হাটে শীতের পুরানো পোশাক কিনতে সব শ্রেণীর মানুষ ভিড় জমাচ্ছে। হাড় কাঁপানো শীতের পাশাপাশি হিমেল বাতাস কাবু হয়ে পড়েছে মানুষ। এতে বেড়ে গেছে গরম কাপড় কেনার হিড়িক। জেলা শহরের বিভিন্ন এলাকার ফুটপাতের দোকানগুলোতে জমজমাট হয়ে উঠেছে গরম কাপড়ের বেচা-কেনা।
শুক্রবার বিকেলে একপলক রোদের দেখা মেলে। এসময় মেহেরপুর পৌর পশু হাটে পোশাক কিনতে আসা ইমদাদুল হক (৬৫) বলেন- রাস্তার পাশে ছাড়া আমাদের শীতের গরম পোশাক পরার সামর্থ্য নেই। তাই নাতী নাতনীর জন্য কম দামে শীতের গরম কাপড় কিনতে হাটে এসেছি। দুই নাতনির জন্য উলের গরম কাপড়  ৭শ টাকা দিয়ে কিনলাম।  জেলা শহরের ফুটপথের পাশে পুরাতন গরম কাপড়ের দোকানের দিকে ছুটছেন শহরের ক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের বেচাকেনা। বিগত কয়েক বছরের তুলনায় এবার শীতের তীব্রতা কিছুটা বেশী। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামাঞ্চলের   মানুষের। বিশেষ করে বয়ষ্ক এবং ছোট বাচ্চাদের।
 মেহেরপুর জেলা শহরে পৌর কমিউনিটির সামনে, সোনালী ব্যাংকের সামনে, জেলা পরিষদের সামনের রাস্তার পাশে নারী পুরুষ ভিড় করে পছন্দের গরম কাপড় কিনতে দেখা যায়। বছরের অন্যান্য সময় তেমন কেনাবেচা না হলেও শীতের সময় এখানকার ব্যবসা বেশ জমজমাট থাকে।
রিকশা চালক দিন মোহাম্মদের  (৩৮) সাথে কথা হয় জেলা পরিষদের সামনে পুরাতন গরম  কাপড় কেনাকালে। তিনি বলেন, আমরা গরীব মানুষ, কাঁচ দিয়ে ঘেরা দোকানে আমরা কিনতে পারিনা।  ফুটপাতে কমদামে ভালো শীতের কাপড় পাওয়া যায়। তাই শীতের সময়টায় পরিবারের সকলের জন্য এখান থেকেই শীতের কাপড় কেনা হয়ে থাকে।