শিরোনাম
জয়পুরহাট , ২১ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলার খেটে খাওয়া ছিন্নমূল সাধারণ মানুষের মধ্যে সরকারিভাবে ২১ হাজার ৭২০টি কম্বল ও ৭৪ টন চাল বিতরণ করা হয়েছে।
জেলা ত্রাণ, পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপানা কর্মকর্তা আব্দুল করিম জানান, জেলার পাঁচ উপজেলা প্রশাসনের মাধ্যমে উত্তরের হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়া খেটে খাওয়া ছিন্নমূল সাধারণ মানুষের মধ্যে সরকারিভাবে ২১ হাজার ৭২০টি কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়াও প্রচন্ড শীতের কারনে কর্মহীন হয়ে পড়া ৩ হাজার ৭০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে মোট ৭৪ টন জিআর চাল বিতরণ হয়েছে। ছিন্নমূল অসহায় পরিবারের মধ্যে ৫০০ ব্যাগ শুকনা খাবার হিসেবে চাল, ডাল, তেল, লবন ও চিনি প্রদান করা হয়েছে বলেও জানান, এ কর্মকর্তা।
বদলগাছী আবহাওয়া দপ্তরের সহকারি মিজানুর রহমান জানান, গত ১৪ দিন ধরে ৮ দশমিক ৯ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়।
জেলা আধুনিক হাসপাতালে শীতজনিত সমস্যায় শিশুসহ নানা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রেলওয়ে হকার্স মার্কেটে কমদামী কাপড়ের দোকান গুলোতে ছিন্নমুল মানুষের ভীড় লক্ষ্য করা যায়। ডায়রিয়া ওয়ার্ডে শিশুসহ ৮০ জন ভর্তি হয়েছেন গত ২৪ ঘন্টায়। রোদ ছাড়া শিশুদের বাইরে বের না হওয়া এবং গরম খাবার খাওয়ানোর পরামর্শ প্রদান করেছেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শহীদ হোসেন।