বাসস
  ২১ জানুয়ারি ২০২৪, ১৭:৩৪

মাদারীপুরে ৫০০ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

মাদারীপুর, ২১ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলার ৫০০ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 
রোববার দুপুরে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় অসহায়দের মধ্যে কম্বল তুলে দেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নারগিস আক্তার।
এর আগে সমাজের হতদরিদ্র মানুষের তালিকা করা হয়। পরে তাদের খুঁজে বের করে বিতরণ করা হয় শীতবস্ত্র। সকাল থেকেই কম্বল নিতে ভীড় করেন সমাজের সুবিধাবঞ্চিতরা। কনকনে ঠান্ডার মধ্যে বিনামূল্যে কম্বল পেয়ে খুশি হতদরিদ্ররা। শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র চলমান রাখার কথা জানান আয়োজন করা।
উপস্থিত ছিলেন- মাদারীপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি নাহার বেগম, সভাপতি ফারজানা নাজনীন, সাংগঠনিক সম্পাদক তাজহানার বেগম, মাদারীপুর পৌরসভার সভাপতি বিথি আক্তারসহ অনেকেই।