বাসস
  ২২ জানুয়ারি ২০২৪, ১৩:২৪

কুমিল্লার হোমনায় ৪টি হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা

কুমিল্লা  (দক্ষিণ), ২২ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলার হোমনা উপজেলার বেসরকারী ৪টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকা, ল্যাব পরিচালনার টেকনিশিয়ান না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।
দন্ডিত প্রতিষ্ঠানগুলো হলো, হোমনা মর্ডান হসপিটাল (১ লাখ টাকা), নিরাপদ হাসপাতাল ও ডায়গনেস্টিক সেন্টার (১০ হাজার টাকা), খিদমা ডায়গনস্টিক সেন্টারকে (২০ হাজার টাকা), ও সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে (২০ হাজার টাকা)।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান বলেন, বেসরকারী ৪টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকা, ল্যাব পরিচালনার টেকনিশিয়ান না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালনা করায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোহাম্মদ রাহিদুজ্জামান ও হোমনা থানা পুলিশ।