বাসস
  ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫১
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭

চুয়াডাঙ্গায় ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভুত হচ্ছে

চুয়াডাঙ্গা, ২৩ জানুয়ারি, ২০২৩ (বাসস): উত্তর থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভুত হচ্ছে চুয়াডাঙ্গায়। শীত বেড়ে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। তীব্র শীতের কারণে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলো খোলা আছে। শুধুমাত্র বন্ধ আছে শ্রেণী কার্যক্রম।
হিম শীতল বাতাসে জবুথুবু অবস্থা। চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলায় খেটে খাওয়া মানুষেরা তীব্র শীতে চরম দূুর্ভাগের শিকার হচ্ছেন। উত্তরের হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝড়ছে। দিন রাত বইছে হিমেল বাতাস। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিকসহ খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। কৃষি প্রধান জেলা  চুয়াডাঙ্গায় বর্তমানে চলছে বোরো ধান রোপণের ভরা মৌসুম। তীব্র শীতকে উপক্ষা করে কৃষি শ্রমিকরা মাঠে ব্যাস্ত সময় পার করছেন। বীজতলা থেকে চারা সংগ্রহ এবং ঠান্ডা পানিতে দাঁড়িয়ে একের পর এক চারা রোপণ করছেন শ্রমিকরা। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
আজ সকাল ৭ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।