বাসস
  ২৩ জানুয়ারি ২০২৪, ১৩:৫৮

নওগাঁয় ৭০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নওগাঁ, ২৩ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় আজ ৭শ গরীব, অসহায় ও দুস্থ শীতার্ত  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার বেলা ১২টায় শহরের সরিষাহাটীর মোড়ে নওগাঁ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের (বিএফএ) উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। 
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র (চাদর) বিতরণ করেন। 
নওগাঁ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন নওগাঁ  জেলা শাখার সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক ইকবাল শাহরিয়ার রাসল, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অব্দুল খালেক, জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি ওয়াসেফ আলী মোল্লা, সাধারণ সম্পাদক দীপক কুমার সরকার উপস্থিত ছিলেন। 
আয়োজকরা জানান- নওগাঁ জেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছর গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা।