বাসস
  ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:২৬

শরীয়তপুরে সংসদ সদস্য ইকবাল হোসেন অপু‘র মতবিনিময় সভা 

শরীয়তপুর, ২৩ জানুয়ারি, ২০২৪ (বাসস) : শরীয়তপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু।
শরীয়তপুর সদর উপজেলা চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত দিনব্যাপী এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জনসহ জেলা, সদও ও পৌরসভা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। 
সভার সঞ্চালনায় ছিলেন শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন খান।