শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৪ জানুয়ারি, ২০২৪ (বাসস) : গোপালগঞ্জে আজ স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিস এ আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী মো. আতিয়ার রহমান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার,ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাও আইসিটি) মো গোলাম কবির, জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ আলোচনা ও মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তরের দপ্তর প্রধান গণ, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।