শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৪ জানুয়ারি, ২০২৪ (বাসস): গোপালগঞ্জে বিশ্ব সুখ সেবাশ্রম সংঘের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নিহার কুমার ব্রহ্মচারী ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন ।
গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার বাড়ৈ, বিশ্ব সুখ সেবাশ্রম সংঘের কোষাধ্যক্ষ তুষার ব্রহ্মচারী, প্রধান উপদেষ্টা লক্ষণ চন্দ্র ব্রহ্মচারীসহ আরো অনেকে এ সময় উপস্থিত ছিলেন।