বাসস
  ২৫ জানুয়ারি ২০২৪, ১৩:৩৬

বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টি হতে পারে

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৪ (বাসস): আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া সারাদেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরবিহন এবং সড়ক পরবিহন চলাচল ব্যাহত হতে পারে।
আজ বৃহস্পতিবার সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষকি আদ্রতা ছিল ৯৫ শতাংশ।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজ বৃহস্পতিবার সর্বনি¤œ তাপমাত্রা রের্কড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপ-মহাদশেীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবকি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে।