শিরোনাম
নড়াইল, ২৫ জানুয়ারি, ২০২৪ (বাসস) : নড়াইল-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজাকে দ্বাদশ জাতীয় সংসদে সরকারি দলের হুইপ মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বের হওয়া আনন্দ মিছিলে জেলার বিভিন্ন এলাকার হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন। নড়াইল শহরের রুপগঞ্জ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আদালত সড়কে গিয়ে শেষ হয়।
মিছিলে দলীয় লোকজন ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ মাশরাফি ভক্তরা অংশগ্রহণ করেন। আনন্দ মিছিলটি লোকে লোকারণ্য হয়ে যায়।
মিছিল শেষে আদালত সড়কে অনুষ্ঠিত পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে বক্তৃতা করেন- নড়াইল পৌরসভা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমার ফারুক, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক মো. ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল।
এ সময় বক্তরা বলেন, মাশরাফীকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবং সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী নড়াইল-২ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর তাকে হুইপ মনোনীত করায় নড়াইলবাসীর প্রত্যাশা অনেকাংশে পূরণ হয়েছে।