শিরোনাম
চাঁদপুর, ২৬ জানুয়ারি, ২০২৪: বাসস: জেলা শহরের জামতলা এলাকার মাদকসেবী হারুনুর রশিদকে (৪০) এক সপ্তাহের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
কারাদন্ড প্রাপ্ত মাদকসেবী রশিদ শহরের জামতলা এলাকার হাওলাদার বাড়ির ওয়াব মিয়ার ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার এশার নামাজের পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এবং চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমি এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামী হারুনুর রশীদকে গাঁজা সেবনরত অবস্থায় ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজ জানান, বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতে একজন মাদকসেবীকে সাতদিনের কারাদন্ড দেয়া হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।