বাসস
  ২৬ জানুয়ারি ২০২৪, ১১:০৪

চাঁদপুর জেলা কারাগারে কয়েদিদের জন্য জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র চালু

চাঁদপুর, ২৬ জানুয়ারি, ২০২৪ (বাসস): কয়েদিরা জেল থেকে মুক্তির পরে বাইরে আত্মকর্মস্থানের সুযোগ পেতে জেলা কারাগারে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে।
জেলা প্রশাসক কামরুল হাসান গতকাল কারাগার পরিদর্শন শেষে ফিতা কেটে জেন্টস পার্লার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন।
তিনি বলেন, কয়েদিরা এখানে সেলুন প্রশিক্ষণ গ্রহণ করে বাহিরে গিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন। তাছাড়া কয়েদিদের লেখাপড়ার জন্য প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয়েছে। একই সঙ্গে তাদের বিনোদনের জন্য কারা কর্তৃপক্ষের কাছে জেলা পরিষদের পক্ষ থেকে ভলিবল, নেট ও ব্যাডমিন্টন খেলার সরঞ্জামাদি প্রদান করা হয়।
এসব আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন- চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম. মোসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ, জেলার মো. মুনীর হোসাইনসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তা।