বাসস
  ২৬ জানুয়ারি ২০২৪, ১৬:২৬

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রী

দিনাজপুর, ২৬ জানুয়ারি, ২০২৪ (বাসস):  দিনাজপুরে বেড়েই চলেছে শীতের তীব্রতা। দিনে মেঘলুপ্ত সূর্যের লুকোচুরি আর রাতে ঘন কুয়াশায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।  
শুক্রবার দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, আজ সকাল ৯টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.২ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ৯৬ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ২ নটস।
তিনি বলেন, এর আগে আজ সকাল ৬টায় সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ ও বাতাসের গতিবেগ ছিল ২ নটস। ঘন কুয়াশার কারণে ঠান্ডার পরিমাণ আরো বাড়তে পারে। দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলায়  ৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
এদিকে, হাড় কাঁপানো শীতে বিপর্যপ্ত হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষগুলো। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করছে। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না তারা। শীতের প্রভাবে হাসপাতাল গুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।