বাসস
  ২৭ জানুয়ারি ২০২৪, ১৭:১০

নওগাঁয় দুস্থদের মধ্যে পুনাক’র কম্বল বিতরণ

নওগাঁ, ২৭ জানুয়ারি ২০২৪ (বাসস): জেলায় আজ অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)। 
আজ শনিবার দুপুরে নওগাঁ  পুলিশ লাইন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি এসব  কম্বল বিতরণ করেন জেলার পুলিশ সুপার মো. রাশিদুল হক। 
জেলা পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)- এর সভাপতি নূর জান্নাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন  প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন, নাভানা গ্রুপের সহযোগিতায় জেলা পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)- দু’শটি দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে।