শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৮ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলা পুলিশের পক্ষ থেকে আজ জাতির শ্রেষ্ঠ সন্তান একশ’ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ রোববার গোপালগঞ্জ পুলিশ লাইনের ড্রিল সেডে বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সি মো. আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) গাজী বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইসমত কাদির গামা, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান (অবসরপ্রাপ্ত ডিআইজি), বীর মুক্তিযোদ্ধা ডা. মনিরুজ্জামান (অবসরপ্রাপ্ত ডিআইজি), বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমুখ।
পরে গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনার শুভেচ্ছা উপহার তুলে দেন। এছাড়াও তিনি বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন।