বাসস
  ২৮ জানুয়ারি ২০২৪, ২২:১৩

জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছা’র সাথে ওএইচসিএইচআর’র বিবৃতি সাংঘর্ষিক: হাছান

ঢাকা, ২৮ জানুয়ারী, ২০২৪ (বাসস) : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) এর কার্যালয় পদত্ত  বিবৃতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো জাতিসংঘ মহাসচিবের শুভেচ্ছার সাথে সাংঘর্ষিক। তিনি সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘের মহাসচিব যেভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (তাঁর পুনঃনির্বাচনে) অভিনন্দন জানিয়েছেন এবং তার গতিশীল নেতৃত্বের প্রশংসা করছেন, ইউএনএইআর প্রদত্ত  রিপোর্ট তার সাথে অসঙ্গতিপূর্ণ ও পক্ষপাতদুষ্ট এবং ভুল তথ্যভিত্তিক।’  
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইসের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে তিনি বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘তারা (ওএইচসিএইচআর) পক্ষপাতদুষ্ট এবং ভুল উৎস থেকে তথ্য পায়। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যাতে এটি (ভবিষ্যতে) না হয়।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৮ অক্টোবরের পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে এবং বিএনপির অগ্নিসংযোগ ও মানুষ হত্যার ঘটনা ওএইচসিএইচআরের প্রতিবেদনে নেই।


হাছান মাহমুদ বলেন, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী তাকে জানিয়েছেন যে তিনি বিষয়টি দেখছেন যাতে জাতিসংঘের সংস্থাটি যাচাইকৃত উৎস থেকে তথ্য সংগ্রহ করে।
পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের অভিনন্দন পত্র এবং সম্প্রতি উগান্ডায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তার বৈঠকের কথা উল্লেখ করেন।
ওএইচসিএইচআর কর্তৃক বিবৃতি দেয়ার পর এক প্রতিক্রিয়ায়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করে এবং এটি  ওএইচসিএইচআর বিএনপি’র ভুল তথ্য প্রচারের ফাঁদে  পড়তে পারে। এতে বলা হয়, ওএইচসিএইচআর-এর বিবৃতিগুলো কোন  উদ্দেশ্য প্রনোদিত হলে জনগণের সমর্থন, গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারাবে।
নতুন সরকার ভারত, চীন ও রাশিয়া বসিয়েছে বলে বিএনপির বক্তব্যের প্রতি এক সাংবাদিক  দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। তিনি বলেন, ‘এটি জনগণের সরকার। এটি বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো- সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয় এবং সরকার ইসরাইল ছাড়া বিশ্বের সব দেশের সঙ্গেই চমৎকার সম্পর্ক বজায় রেখেছে। তিনি বলেন, ‘ভারত, চীন ও রাশিয়ার সঙ্গে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। সব দেশের সঙ্গেই আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।’