বাসস
  ২৯ জানুয়ারি ২০২৪, ১১:১৯
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:২৩

চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা : বৈরী আবহাওয়ায় বেড়েছে দুর্ভোগ

চুয়াডাঙ্গা, ২৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : গত বেশ ক’দিন ধরে জেলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে বেড়ে গেছে শীতের কুয়াশার তীব্রতা। উত্তরের হিমেল হাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। 
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানায়, আজ সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৈরী আবহাওয়ার কারনে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। তারা সময় মতো কাজে যেতে পারছেন না। 
দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঠান্ডায় দেখা দিয়েছে শীতজনিত নানান রোগ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা।