বাসস
  ২৯ জানুয়ারি ২০২৪, ১৬:২৫

বঙ্গবন্ধুর সমাধিতে সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু’র শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২৯ জানুয়ারি, ২০২৪ (বাসস): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম- ১০ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিউদ্দিন বাচ্চু।
সোমবার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের  শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
চট্টগ্রাম মহানগর  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, যুবলীগ নেতা  দেলোয়ার হোসেন খোকাসহ চট্টগ্রাম- ১০ নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।