বাসস
  ২৯ জানুয়ারি ২০২৪, ১৭:২৬

ময়মনসিংহ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের জয়

ময়মনসিংহ, ২৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টিতে আওয়ামীপন্থী প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা তিনটি পদে জয়ী হয়েছেন। 
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। আজ সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম ও সহকারি প্রিজাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন আইনজীবী সমিতির সদ্যসাবেক সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের আলহাজ মো. ফজলুল হক ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী এডভোকেট নুরুল হক পেয়েছেন ৪৪৯ ভোট। আওয়ামীপন্থী প্যানেলের এডভোকেট আবুল কালাম ৫০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী প্রার্থী অ্যাডভোকেট  মনজুরুল হাসান জুয়লে পেয়েছেন ৪১০ ভোট।
এ নির্বাচনে সহ-সভাপতি পদে প্রবীর কুমার মজুমদার, মশিউর রহমান ফারুক (আওয়ামী লীগ), সহ-সম্পাদক পদে মো. মফিজউদ্দিন মন্ডল, তাহমিনা আশরফী পুুতুল (আওয়ামী লীগ) ও রফিকুল ইসলাম খান রফিক (বিএনপি), অডিটর পদে কামরুল হাসান কিরণ (বিএনপি) নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আবু রাসেল মিয়া (আওয়ামী লীগ), আজিজুল ইসলাম (আওয়ামী লীগ), ইব্রাহিম রেজা, শাহসুলতান (আওয়ামী লীগ), এ.এইচ এম বদরুজ্জা রিয়াদ (আওয়ামী লীগ), মাহমুদা খানম শাপলা (আওয়ামী লীগ), শফিউল ইসলাম মৃধা (বিএনপি)।
এ নির্বাচনে ১ হাজার সাতজন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দু’টি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।