বাসস
  ২৯ জানুয়ারি ২০২৪, ২২:০৭

গত ১৫ বছরে রংপুর হর্টিকালচার সেন্টার ১২ হাজার ৯৯৭ জন চাষিকে প্রশিক্ষণ দিয়েছে

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৪ (বাসস):  রংপুর হর্টিকালচার সেন্টার গত ১৫ বছরে (২০০৯-২০২৩) ৪ হাজার ৮৬টি কৃষি প্রদর্শনী স্থাপন ও ১২ হাজার ৯৯৭ জন চাষিকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে।
আজ এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, রংপুর হটিকালচার সেন্টার মাতৃবাগান সৃজন, জার্মপ্লাজম সংরক্ষণ, মানসম্পন্ন বীজ, চারা ও কলম উৎপাদন করে। মূলত: হর্টিকালচার সেন্টার উদ্যান ফসলের সম্প্রসারণে কাজ করে। জনসাধারণকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে হর্টিকালচার সেন্টার সুলভ মূল্যে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা সরবরাহ করে। 
উল্লেখ্য বর্তমানে দেশে ৭৩টি হর্টিকালচার সেন্টার রয়েছে।
তথ্যবিবরণীতে আরও বলা হয়, এছাড়া রংপুর হর্টিকালচার সেন্টার ঔষধি গুণসম্পন্ন গাছের চাষ সম্প্রসারণ কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে ঔষধি গুণসম্পন্ন ১৫৬টি বাগান প্রদর্শনী স্থাপন করা হয়। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় (২০১৮-২০১৯ পর্যন্ত) রংপুর হর্টিকালচার সেন্টারে ১২টি মাতৃবাগান স্থাপন করা হয়েছে এবং ৫৮ হাজার ৪৩৯টি লেবু জাতীয় চারা উৎপাদন ও বিতরণ করা হয়েছে। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০ জন চাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ২০২৩ সাল পর্যন্ত ১৪টি প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
ফলে এ অঞ্চলে উদ্যান ফসলের পরিমাণ বাড়ছে। যা খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি চাষিদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।