শিরোনাম
দিনাজপুর ,৩০ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষে দিনাজপুর জেলার সদর উপজেলায় গতরাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,।
গতকাল সোমবার রাত ১০ টা থেকে রাত ১২টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার নসিপুর শিকদারহাট গোপালগঞ্জ ও শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল রেলওয়ে স্টেশনসহ বস্তি এলাকা গুলোতে কম্বল বিতরণ করেন পুলিশ সুপার ও তার অধীনস্থ পুলিশ কর্মকর্তাগণ।
কম্বল বিতরণ কালে পুলিশ সুপার তার বক্তব্য বলে, বাংলাদেশ পুলিশ সার্ভিস এর পক্ষ হতে এ কনকনে শীতের মধ্যে জেলার ১৩ টি উপজেলার চৌকিদার দফাদারসহ শীতার্ত মানুষের মধ্যে প্রায় তিন হাজার পিস কম্বল ও শিশু পোশাক বিতরণ করা হয়েছে।
এছাড়া জেলার অন্য ১২টি থানা এলাকায় সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ চালিয়ে যাচ্ছেন।