শিরোনাম
দিনাজপুর, ৩০ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় সর্বনিম্ন তাপমাত্র ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস রেকর্ড করেছে।এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৬ শতাংশ, বাতাসের গতিবেগ ০০নটস। আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৬ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ আজ মঙ্গলবার দুপুর ১২টায় এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।তিনি জানান, আজ মঙ্গলবার সকাল ৯ টায় দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। গতকাল সোমবার জেলার আবহাওয়া দপ্তর সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড করেছিল। আজ মঙ্গলবার সকাল ৬ টায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।একদিনের ব্যবধানে জেলার ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে গেছে।
গত রাতে বৃষ্টির মধ্যে কুয়াশা পড়ছিল। হিমেল বাতাস ও কনকনে ঠান্ডা অতিবাহিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত জেলার সর্বত্রই কুয়াশা ঢাকা ছিল। বেলা বাড়ার সাথে রোদের দেখা মিলেছে। তবে শীতের কন কনে প্রভাব রয়ে গেছে ।
দিনাজপুর আবহাওয়া অফিসের সূত্রটি বলছে, এ অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত চলমান রয়েছে। বাংলা মাঘ মাসের শেষ পর্যন্ত শীতের এ প্রভাব বিস্তার করবে বলে সূত্রটি আশঙ্কা করছেন ।
দিনাজপুরের সিভিল সার্জন ডাক্তার বোরহান উল কবির সিদ্দিকী আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সাংবাদিকদের জানান,জেলার হাসপাতাল গুলোতে শীত জনিত রোগীর সংখ্যা বেড়েই চলছে। স্বাস্থ্য বিভাগ তাদের সাধ্যমত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।