শিরোনাম
মাগুরা ,৩০ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় আজ মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি, উন্নয়ন ও গণতন্ত্র শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শহরের সেগুন বাগিচা এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুল, শাখারুল ইসলাম শাকিল, সংগঠনিক সম্পাদক রানা আমীর উসমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আমল বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে শহরে উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।