বাসস
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭

বগুড়ায় পুকুর খননকালে মূর্তি উদ্ধার 

বগুড়া, ৩০ জানুয়ারি, ২০২৪ (বাসস) : বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে পাথরের একটি কালো মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি বর্তমানে নন্দীগ্রাম থানা পুলিশের হেফাজতে রয়েছে। 
জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের সিরাজুল ইসলামের পুকুর ভেকু দিয়ে খননকালে মূর্তিটি দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে থানার এসআই শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটির ওজন ২০ কেজি ২০০ গ্রাম বলে জানিয়েছেন এসআই শরিফুল ইসলাম।  
স্থানীয়রা জানান, ওই পুকুর সংস্কারকালে এর আগে আরো একটি মূর্তি পাওয়া গিয়েছিলো। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, একটি কালো রঙ্গের পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে, তবে সেটি কোন পাথরের মূর্তি পরিক্ষা না করা পর্যন্ত বলা যাচ্ছেনা।