বাসস
  ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:৪২

চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাঁদপুর, ৩০ জানুয়ারি, ২০২৪ (বাসস): চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক দুটি ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে মকিমাবাদ ও কংগাইশ এলাকায় এই পানিডুবির ঘটনা ঘটে। উভয় শিশুকেই উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত শিশুদের মধ্যে রাইসা পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ীর মো. আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মো. লিটন মিয়ার ছেলে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুরই হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু ঘটেছে।
দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ। এই ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর ডাইরি করা হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।