বাসস
  ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৪
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৯:৩৬

রাজশাহীর চারঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে সতর্ক করেছে তথ্য কমিশন

ঢাকা, ৩১ জানুয়ারী, ২০২৪ (বাসস) : তথ্য অধিকার আইনের আওতায় চাওয়া তথ্য সরবরাহ না করে তথ্য প্রদানে বিলম্ব ও বিঘœ সৃষ্টি করায় রাজশাহীর চারঘাট উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তাকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ।
আজ তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 
এতে আরো জানানো হয়, বিষয়টি তার (প্রাণিসম্পদ কর্মকর্তা) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আদেশ দেয়া হয়েছে। 
তথ্য কমিশন এছাড়াও অভিযোগের শুনানীর মাধ্যমে সাতটি অভিযোগের নিষ্পত্তি করা হয়। 
প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানী গ্রহণ করে এই আদেশ প্রদান করেন।