বাসস
  ৩১ জানুয়ারি ২০২৪, ২২:০৩

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও, ৩১ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে গৌরাঙ্গ (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পীরগঞ্জ পৌর রেলস্টেশনের উত্তরে জগঁথা ফকিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পীরগঞ্জ রেল স্টেশনের সহকারি মাস্টাার সোহরাব হোসেন সুজন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৌরাঙ্গ রাণীশংকৈল উপজেলার কাতিহার চৌরঙ্গী এলাকার প্রভাতের ছেলে। গৌরাঙ্গ পেশায় একজন রাজমীস্ত্রি ছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন জানান, বুধবার বিকেলে দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা আন্তঃনগর ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে জগঁথা এলাকা অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।