বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৬

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

রাজবাড়ী, ১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলকায় গতরাতে মাটিবাহী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। তারা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম মমিন (৩২) ও সাইফুল ইসলাম সুমন (২৭)। বুধবার রাত সোয়া ১২টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মমিন ও সুমন মোটরসাইকেলে করে গোয়ালন্দ থেকে রাজবাড়ীর খানখানাপুরে নিজ বাড়িতে যাচ্ছিল। মকবুলের দোকান এলাকা অতিক্রম করার সময় একটি মাটিবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হালিম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুই ভাইয়ের মরদেহ উদ্ধার হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে পুলিশ আটক করেছে। এব্যাপােের মামলার প্রস্তুতি চলছে।