শিরোনাম
মাগুরা, ১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): মাগুরার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়ে সংসদ সদস্য সাকিব আল হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে দেখতে চান, আমরা যেন সেভাবে মাগুরার উন্নয়ন করতে পারি।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে সকলকে সহযোগিতার আহ্বান জানান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সহকারি কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতী রাণী দত্ত এবং সাকিব আল হাসনের পিতা মাশরুর রেজা কুটিল।