বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৮

শিল্পমন্ত্রীর সাথে টেরি টাওয়েল ও লিনেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): বাংলাদেশে টেরি টাওয়েল ও লিনেন ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টারস এসোসিয়েশনের নেতৃবৃন্দ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে সাক্ষাৎ করেছেন। 
আজ রাজধানীর মতিঝিলের শিল্প মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎকালে এসোসিয়েশনের পক্ষ থেকে হোম টেক্সটাইল খাতে বিদ্যমান সমস্যাসমূহ তুলে ধরা হয় এবং এ বিষয়ে তারা শিল্পমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
বৈঠকে আগত নেতৃবৃন্দ শিল্পমন্ত্রীর কাছে ব্যাক টু ব্যাক এলসি সুবিধা পেতে বন্ড লাইসেন্সের বিষয়ে সহযোগিতা চান। এছাড়া জাতীয় শিল্প উন্নয়ন পরিষদে তাদের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার ব্যাপারে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। 
এসময়, এসোসিয়েশনের এর সভাপতি এবং আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মাহমুদের নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের পরিচালক একেএম মাহফুজুর রহমান, মো: আশিকুর রহমান, মো: শফিকুল ইসলাম, এসোসিয়েশনের সচিব মো: মুজিবুর রহমান প্রমুখ।