বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৯

রেল যোগাযোগ উন্নয়নে আরব আমিরাতের সহযোগিতা চান রেলমন্ত্রী 

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম। 
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের যে সুসম্পর্ক তৈরি করেছিলেন তা আরো এগিয়ে নিতে হবে। 
আজ রেল ভবনে মন্ত্রীর অফিস কক্ষে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বাংলাদেশ রেলওয়ের বাস্তবায়নাধীন প্রকল্পসমূহে সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট প্রদান করে রেলের উন্নয়নে অবদান রাখার অনুরোধ জানান।
তিনি বলেন, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন সেক্টরের দক্ষতা বৃদ্ধি এবং অপারেশন সেক্টরে সহযোগিতাসহ, বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে রেলের উন্নয়নে সহযোগিতা করতে পারে সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।