শিরোনাম
রাঙ্গামাটি, ২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক কংলাক পাহাড়ে অগ্নিকান্ডে সম্পূর্ণভাবে পুড়ে গেছে ২টি রিসোর্ট ও ২টি বাড়ি ও দোকান।
বৃহস্পতিবার মধ্যরাতে সাজেকের মেঘছোয়া নামের রিসোর্ট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং মুহুর্তেই আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে বলে বাসস’কে নিশ্চিত করেছেন সাজেক থানার সার্কেল এএসপি আবদুল আওয়াল।
তিনি আরো জানান, সাজেকে মেঘছোয়া রিসোর্ট থেকে আগুন লেগে পাশের ফড়িংগি রিসোর্ট, স্থানীয় ভূবন ত্রিপুরার বাড়ি ও একটি দোকান পুড়ে যায়।
সেখান থেকে পর্যটকদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্থদের তালিকা করে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে বলে উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।