বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:২৫

জাতির পিতার সমাধিতে উপসচিব এ এস এম রিজওয়ানুল হকের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক এবং মহাসড়ক বিভাগের উপসচিব এ এস এম রিজওয়ানুল হক।
আজ শুক্রবার বেলা ১১ টায় টুঙ্গিপাড়া পৌঁছে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বেদীরপাশে কিছুক্ষণ নীরবে দাড়িয়ে থাকেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের এ্যাডমিন ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এদিন টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করে মহান এ নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৬ তম ব্যাচের চিকিৎসকরা।