বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৬

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ডা. মোস্তফা আলম নান্নু এমপির শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস): জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বগুড়া-৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু।
আজ শুক্রবার বিকেলে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বাঙালি জাতির শৃঙ্খল মুক্তির এ মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
সংসদ সদস্য ডা. মোস্তফা আলম নান্নু পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫ আগস্টের  শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয় ।
পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে গিয়ে সেখানে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এছাড়াও  তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন।