শিরোনাম
চট্টগ্রাম, ২ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার দায়ে ৪ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কারাদ-প্রাপ্তদের সাতকানিয়া থানা পুলিশ জেল হাজতে পাঠিয়েছে। এরআগে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদন্ড দেন।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
কারাদ- প্রাপ্তরা হলেন- সাতকানিয়া উপজেলার কালিয়াইশের ২ নং ওয়ার্ডের আহমদ শফির পুত্র বোরহান উদ্দীন (১৮), নলুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত আবদুল মালেকের পুত্র সাজ্জাদ হোসেন (১৯), কালিয়াইশ ৯ নং ওয়ার্ডের আবু তাহেরের পুত্র রিফাতুল ইসলাম (২০) ও পশ্চিম ধর্মপুর সিকদার বাড়ির হারুনুর রশিদের পুত্র আজিজুল আমিন (৩২)।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।