বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫০

কুমিল্লা জেলা পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): কুমিল্লা জেলা পরিষদের আয়োজনে বুড়িচং উপজেলার ৪
শতাধিক গরীব অসহায় শীতার্তদের  মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ বেলা ১১ টায় জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান বুড়িচং উপজেলা চত্বরে শীতার্তদের  মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মোঃ ছামিউল ইসলাম, বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার, বুড়িচং বাজার কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান,  উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, ইউপি সদস্য যথাক্রমে আব্দুল ওহাব, ডা. হারুন রশীদ, ডা. নজরুল ইসলাম ভূইয়া, আতিকুর রহমান আবুল, মাহফুজ মিয়া, রাসেল মিয়া, আব্দুল করিম রিপন খান, সাবেক সদস্য ফারুক খান, মিজানুর রহমান, আবুল কাসেম, জামাল হোসেন, মমতাজ উদ্দিন, সাহিদা আক্তার প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।