শিরোনাম
টাঙ্গাইল, ৩ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলার কালিহাতী উপজেলায় গতরাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়া যাত্রীবাহী বাস থেকে নেমেহাটার সময় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- নাটোরের বড়াইগ্রাম উপজেলার আলাউদ্দিনের ছেলে রতন মিয়া (২৭) ও তার ছেলে সানি (৬) এবং রাজশাহীর বেলপুকুরের মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে শরিফ (৪০)।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, নাটোর থেকে যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় রেললাইনের কাছে এসে বাসটি নষ্ট হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন তখন ট্রেনটি চলে আসে। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ তিনজন মারা যান।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার (ওসি) আলমগীর জানান, স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, খবর পেয়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।