বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৭

চাঁদপুরে চরাঞ্চলের অনাবাদি জমি আবাদে আনতে কৃষক সমাবেশ

চাঁদপুর, ৩ ফেব্রুয়ারি ২০২৪ (বাসস): জেলার সদর উপজেলায় আজ চরাঞ্চলের অনাবাদি জমিকে আবাদের আওতায় আনার লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার দুপুরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে গোয়াল নগরে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয় আয়োজিত এ কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকীর সভাপতিত্বে এ সমাবেশে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহরিয়ার, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্যাহ প্রমুখ-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।