বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০১

ফেনীতে পত্রিকা বিপণনকর্মীদের মাঝে কম্বল বিতরণ

ফেনী, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : ফেনীতে কর্মরত পত্রিকা বিপণনকর্মীদের (হকার) মাঝে কম্বল বিতরণ করেছে ফেনী সদর উপজেলা পরিষদ। আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন রশিদ ও ভাইস চেয়ারম্যান একে শহীদ খোন্দকার।
ফেনী জেলা হকার্স সমিতির সভাপতি আবু তাহের ভূঞার সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন ফেনীতে কর্মরত সাংবাদিক ও পত্রিকা হকাররা। অনুষ্ঠান সংগঠনের ৬০ জন সদস্যকে কম্বল দেয়া হয়। অনুষ্টান শেষে হকারদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে উপজেলা পরিষদ।