বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৫

১৫ এপ্রিল নড়াইলে শুরু হবে ‘সুলতান মেলা’

নড়াইল, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নড়াইলে ১০ দিনব্যাপী ‘সুলতান মেলা’ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশন। 
আগামি ১৫ এপ্রিল এ মেলা শুরু হবে। দর্শকদের আগ্রহ থাকলে মেলার মেয়াদ আরো বাড়তে পারে বলেও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
নড়াইলের জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মেহেদী হাসান, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ^তী শীল, সুলতান ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর শরফুল আলম লিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্যরা। 
উল্লেখ্য, চিত্রশিল্পী এস.এম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। চিত্র শিল্পে দেশ-বিদেশে খ্যাতির শীর্ষে পৌঁছানো শিল্পী সুলতান দীর্ঘদিন শ^াস কষ্টে ভোগার পর ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। নড়াইলের নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়।