বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫৩

সিলেটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ পরিদর্শন করলেন নেপালের রাষ্ট্রদূত

সিলেট, ৪ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন।
আজ রোববার নেপালের রাষ্ট্রদূত নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলী ও নেপালী শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। নেপালের রাষ্ট্রদূত নর্থ ইষ্ট মেডিকেল কলেজের পরিবেশ ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় নেপালের রাষ্ট্রদূতের সাথে তাঁর সেকেন্ড সেক্রেটারী ইয়াজনা বাঞ্জান উপস্থিত ছিলেন। 
৫ম বর্ষের নেপালী ছাত্রী আসমা কারকি এর উপস্থাপনায় মতবিনিময় সভায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহরিয়ার হোসেন চৌধুরী বক্তব্য রাখেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নর্থ ইষ্ট মেডিকেল কলেজ এর অর্থোপেডিকস্ সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ আলমগীর আদিল সামদানী, বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ সৈয়দা উম্মে ফাহমিদা মালিক। 
এসময় মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ ফাহমি ইকবাল রাব্বি, ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ ফাহমিদুর রহমানসহ শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।