শিরোনাম
রাঙ্গামাটি, ৫ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : জেলায আজ ২১ ফেব্রুয়ারি শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ঐতহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী মো: কামাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
সভায় ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ঐতহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে উল্লেখিত দিনগুলোতে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, ২০-২১ দুই দিনব্যাপি বই মেলা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়।