বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৯

পিরোজপুরে ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি চূড়ান্ত

পিরোজপুর, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ ( বাসস): জেলায় আজ ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপনের লক্ষ্যে জেলা
প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৭ মার্চ যথাযথ ও ব্যাপক ভাবে উদযাপনের বিষয়ে চূড়ান্ত কর্মসূচি প্রণয়ন করা হয়।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহরের কেন্দ্রস্থলে বঙ্গবন্ধু  চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৭ মার্চের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে আলোচনা, জেলা তথ্য অফিসের আয়োজনে ৭ মার্চের ভাষণের ডকুমেন্টারী বিভিন্নস্থানে প্রদর্শন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার, জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির পৃথকভাবে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা। আজকের এ সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হোসেন খান, সদর উপজেলা নির্বাহী অফিসার আহম্মেদ সাব্বির সাজ্জাদ, জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আজিজি, জেলা সমাজকল্যাণ অফিসার মোঃ ইকবাল কবীরসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গৌতম চৌধুরীসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, বাংলাদেশ বেতারের মাহমুদ হোসেন শুকুরসহ সাংবাদিক ,পৌর প্যানেল মেয়র মোঃ আব্দুল হাইসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন উপস্থিত ছিলেন। এ আলোচনা সভায় অংশ নিয়ে বিভিন্ন জন বলেন যে, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে ১টি নিরস্ত্র জাতি সশস্ত্র জাতিতে রূপান্তরিত হয়েছিল এবং যুদ্ধ করার মানসিক প্রস্তুতি নিয়েছিল। আমাদের জাতীয় জীবনে এ দিনটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হলে ৭ মার্চের ভাষণকে ব্যাপকভাবে প্রচার করতে হবে ও গুরুত্ব দিতে হবে।