বাসস
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৮

দিনাজপুরের রানীর বন্দরে বাস চাপায় ৪ জন নিহত

দিনাজপুর, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): দিনাজপুর-রংপুর মহাসড়কের  চিরিবন্দর উপজেলার  রানীর বন্দরে  আজ সকাল ৯টায় বিআরটিসির বাস চাপায় রিকশাভ্যান চালকসহ ৪ জন নিহত হয়েছে।
দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আতাউর রহমান আজ দুপুর ১২ টায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী জেলার চিরিরবন্দর উপজেলার রানীবন্দর বাজারের ব্যবসায়ী শফিকুল ইসলাম  জানান, আজ সকালে   দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুর গামী একটি বিআরটিসির বাস রানীরবন্দর বাজার অতিক্রম করেছিল। এসময় জেলার   রানীর বন্দর বাজারে  খানসামার পাকেরহাট মুখি রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাভ্যানকে ওই বিআরটিসি বাস প্রথমে ধাক্কা দেয়। এসময় চালকসহ ৩ আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে যায় ।  ওই বিআরটিসির বাসের চাপায় দুর্ঘটনাস্হলে ৩ আরোহী ও রিকশাভ্যান চালকসহ ৪ জন নিহত হয়।  
নিহত ৪ জনের মধ্যে  মধু বিক্রি করতে আসা ২জন চামকা নাগরিক এবং অন্য জনের মধ্যে একজন রিকশাভ্যান চালক ৷ অপরজন  জেলার চিরিরবন্দর  উপজেলার রানীবন্দর বাজারের  বাসিন্দা।
এ দুর্ঘটনার  খবর পেয়ে উদ্ধার অভিযানে অংশ নেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা এবং হাইওয়ে পুলিশসহ চিরিরবন্দর থানা পুলিশ। নিহতদের পরিচয় জানার চেষ্টা করছেন তারা।
চিরিরবন্দর থানার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিআরটিসি বাস ফেলে রেখে  চালকসহ স্টাফরা পালিয়ে গেছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
নিহত ৪ জনের লাশ জেলার চিরিববন্দর থানা পুলিশের হেফাজত থেকে ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পুলিশের সূত্রটি নিশ্চিত করেছে।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাতুল আল মামুন আজ মঙ্গলবার দুপুর সাড়ে১২টায়  জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন,। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।