শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ৬ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার দুস্থ ও অসহায় ব্যক্তিদের ‘প্রশিক্ষণের মাধ্যমে ট্রেড ভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং আয় উপার্জনের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য বিমোচন’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২৪০ জনের মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মুকসুদপুর উপজেলা সদরের প্রকল্পের প্রশিক্ষণ কেন্দ্রে আজ দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করে সমাজসেবা অধিদপ্তর ও এডুকেশন ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস (অডাস)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ।
মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোশাররফ হোসেন , প্রকল্পের প্রধান সমন্বয়কারি শরিফুল ইসলাম এসময় উপস্থিতি ছিলেন।
প্রকল্পের প্রধান সমন্বয়কারি শরিফুল ইসলাম জানান, এ প্রকল্পের আওতায় কম্পিউটার অফিস এ্যাপ্লিকেন্ট, ড্রেস মেকিং এন্ড টেইলরিং, মোটর সাইকেল মেকানিক্স ও ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৪ টি ব্যাচের ২৪০ জন প্রশিক্ষনার্থীর মধ্যে সনদপত্র ও সম্মানীর নগদ অর্থ বিতরণ করা হয়েছে।