শিরোনাম
বগুড়া, ৬ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): মহান শহিদ দিবস ও ঐতিহাসিক ৭ মার্চ পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ বেলা ১২ টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
সভায় যথাযথ মর্যাদায় দিবস দুটি পালনের লক্ষ্যে বিস্তাতি কর্মসূচি চুড়ান্ত করা হয়। ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের প্রথম প্রহরে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন,বিকালে আলোচনা সভা এবং শিশু একাডেমির উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়া ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপ-পরিচলক মাসুম আলীবেগ (উপ-সচিব),অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন ও জেলা সম্মিলিত সংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না এসময় উপস্থিত ছিলেন।