শিরোনাম
রাঙ্গামাটি,৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় আজ আওয়ামী পেশাজীবী লীগের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সকাল ১০টায় শহরের রাঙাশ্রী ক্লাব কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা আওয়ামী পেশাজীবী লীগের সভাপতি মোতাহের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক বিমল কান্তি বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ - সভাপতি মো: রফিকুল মাওলা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সনৎ কুমার বড়ুয়া, জেলা আওয়ামীলীগ সদস্য মুজিবুর রহমান দীপু, জেলা পেশাজীবী লীগের সহ-সভাপতি স্বপন বিশ্বাস, পৌর পেশাজীবী লীগের সভাপতি মো: এয়া রসুল প্রমুখ।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন ওয়ার্ডের ৩ শতাধিক অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।