বাসস
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৩

পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণ শেষ পর্যায়

পিরোজপুর, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় দুস্থ শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চলতি শীত মৌসুমে ৩ কিস্তিতে ৩২ হাজার ৬৫০ টি কম্বল পাওয়া গেছে। এছাড়া ত্রাণ ও দুূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রেরিত ৭ হাজার ৫শত কম্বলও শীতার্তদের মধ্যে বিতরণ কাজ চলছে। এ নিয়ে এ জেলায় সর্বমোট ৪০ হাজার ১৫০ টি কম্বল এসেছে।
জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ও ৪টি পৌরসভার শীতার্তদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পিরোজপুরের ভারপ্রাপ্ত  কর্মকর্তা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ মাহমুদ  জানান, নীতিমালা অনুযায়ী সংসদ সদস্যবৃন্দ এবং স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাধ্যমে এসকল কম্বল বিতরণ করা হচ্ছে। প্রকৃত দুস্থ ও শীতার্তরা যাতে সঠিকভাবে শীতবস্ত্র পায় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। পিরোজপুর সদর উপজেলায় ৪ হাজার ৯২০ টি, নাজিরপুরে ৫ হাজার ৮৭০ টি, ইন্দুরকানীতে ৩ হাজার ৭৮০ টি, কাউখালীতে ৩ হাজার ৭৮০ টি, নেছারাবাদে ৬ হাজার ১৮১টি, ভান্ডারিয়ায় ৫ হাজার ৩৩২টি এবং মঠবাড়িয়ায় ৬ হাজার ৬৫২টি কম্বল বরাদ্দ করা হয়েছে। এছাড়া জেলার ৪টি পৌরসভা পিরোজপুর, স্বরূপকাঠী, ভান্ডারিয়া ও মঠবাড়িয়ার প্রত্যেকটি পৌরসভার অনুকূলে ৯০৮টি করে কম্বল বরাদ্দ দেয়া হয়। পিরোজপুরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের একটি সূত্র জানায় ইতোমধ্যেই ৯৫ শতাংশ কম্বল বিতরণ শেষ হয়েছে। পিরোজপুর পৌর এলাকার শহরতলীর রায়েরকাঠী গ্রামের সত্তোরর্ধ ইসহাক মিয়া জানান এবারের এ প্রচন্ড শীতে কম্বল পেয়ে তিনি খুবই উপকৃত হয়েছেন।